প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলাধীন জালিয়া পালং এর মাদারবনিয়া, মনখালী, তেলখোলা,ও মোছাখোলা ইউনিট কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন, শুক্রবার থাইংখালি তেলখোলা বৌদ্ধ বিহারে উক্ত সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাউনো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শুভংকর বড়ুয়া , সাংগঠনিক সম্পাদক বিপক বড়ুয়া বিটু, উখিয়া উপজেলা শাখার সভাপতি শংকর বড়ুয়া (ঠিকাদার) সাংগঠনিক সম্পাদক হোমিওপ্যাথিক চিকিৎসক, ডাঃ সুনিল বড়ুয়া প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিট কমিটির সাধারণ সম্পাদক নির্মল চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থ সম্পাদক পল্লী চিকিৎসক ডাঃ অমল কান্তি চাকমা। এছাড়াও সভায় মাদারবনিয়া, মনখালী, তেলখোলা এবং মোছাখোলা থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
মূলত, কার্যকরি কমিটিতে এলাকা ভিত্তিক সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রমের অংশ হিসেবে উক্ত সমন্বয় সভা্ অনুষ্ঠিত হয়। সভায় মাদারবনিয়া, মনখালী, তেলখোলা এবং মোছাখোলা থেকে আগত নতুন সদস্যদের সমন্বয় করা হয়।