রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ, মৈত্রী সাধক, ত্যাগী বৌদ্ধ ভিক্ষু, আবাল্য ব্রহ্মচারী ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথের’র প্রথম ও প্রধান শিষ্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রামু আর্যবংশ ভিক্ষু সংস্থার ঊর্ধ্বতন সহ-সভাপতি, রামু প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি, অনর্গল সদ্ধর্মদেশক প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টান উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা আগামী ৩০ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার, বিকাল ৩ টার সময় রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে উক্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া আমাদের রামু ডটকম কে বলেন, প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টান যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সার্বজনীন পরিসরে উক্ত মতবিনিময় সভা আহবান করা হয়েছে। শ্রদ্ধেয় ভান্তের প্রয়াণের পর থেকে এটিই প্রথম মতবিনিময় সভা। এটা দিয়ে আমরা শুরু করছি। ধাপে ধাপে পর্যায়ক্রমে অনুষ্ঠানের আগপর্যন্ত বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এই মতবিনিময় এবং সমন্বয় সভা চলমান থাকবে।
রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নিতীশ বড়ুয়া আমাদের রামু ডটকম কে বলেন, আমরা পূজনীয় সকল ভিক্ষুসংঘ এবং এলাকা ভিত্তিক সকল দায়ক-দায়িকা এবং ভক্ত-অনুসারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। সবাইকে বিভিন্নভাবে উক্ত মতবিনিময় সভার সংবাদ পৌঁছে দেয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি সকলে নিজ নিজ দায়িত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে সকলের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা দিবেন। কারণ এটা সার্বজনীন বিষয়। আমরা সকলের উপস্থিতি বিনীতভাবে কামনা করছি।
উল্লেখ্য, ভদন্ত সারমিত্র মহাথের গত ১৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই মাসের ২৫ তারিখ এক সপ্তাহের ব্যবধানে পেটিকাবদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর শবদেহ সংরক্ষণ করা হয়। সেই থেকে গত তিন মাস ধরে অদ্যাবধি তাঁর শবদেহ রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে সংরক্ষিত আছে।