প্রজ্ঞানন্দ ভিক্ষু :
রামু উপজেলার হাইটুপি গ্রামনিবাসী বীরেন্দ্র বড়ুয়া পরলোক গমন করেছেন। বীরেন্দ্র বড়ুয়া প্রয়াত হরিকুমার বড়ুয়ার পুত্র। ৮২ বছরের প্রবীণ বীরেন্দ্র বড়ুয়া গত কিছুদিন ধরে রোগে ভুগছিলেন বলে জানা যায়।
৩০ জুলাই, রবিবার বিকাল সাড়ে চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে প্রয়াতের পারিবারিক সূত্র নিশ্চিত করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
এদিকে প্রয়াত বীরেন্দ্র বড়ুয়াকে বিকাল চারটা নাগাদ রামু জাদিপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশ্বানে সৎকার করা হয়।
এরআগে তার পারলৌকিক সদগতি কামনায় নিজ বাড়ির প্রাঙ্গনে এক অনিত্য সভা অনুষ্ঠিত হয়। রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ভদন্ত শীলপ্রিয় মহাথের, ভদন্ত প্রজ্ঞাতিলোক থের, ভদন্ত সৌরবোধি থের, ভদন্ত প্রজ্ঞানন্দ থের, ভদন্ত ধর্মপাল ভিক্ষু, ভদন্ত করুণাপ্রিয় ভিক্ষু, ভদন্ত কল্যাণবোধি ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাসত্য ভিক্ষু, ভদন্ত অহিংসাবোধি ভিক্ষু প্রমূখ বহু ভিক্ষুসংঘ এবং উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।