বার্তা পরিবেশক:
জাতিসংঘের ৭১ তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হলেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বাবু।
তিনি ১৭ সেপ্টেম্বর রাতে শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্যেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। মোহাম্মদ হুমায়ুন কবির বাবু জাতিসংঘের ৭১ সাধারণ অধিবেশনে যোগদান করবেন।
এছাড়াও মোহাম্মদ হুমায়ুন কবির বাবু বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে ২০১২ সালের এপ্রিল মাসে তুরস্ক, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে জাতি সংঘের ৬৮তম সাধারণ অধিবেশন, ২০১৪ সালের মে মাসে জাপন এবং ২০১৪ সালের অক্টোবরে মিলান, ইতালি সফর করেন।
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশন থেকে আগামী ২৬ সেপ্টেম্বর মোহাম্মদ হুমায়ুন কবির বাবু বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।
মোহাম্মদ হুমায়ুন কবির বাবুকে জাতিসংঘের ৭১ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী মনোনীত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র পক্ষে থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র প্রথম সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচলক ও সাধারণ সদস্যবৃন্দ।
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বাবু সকলের কাছে দোয়া কামনা করেছেন।