গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
পর্যটন নগরী টেকনাফ পৌর শহরকে পরিষ্কার পরিছন্নতা মাধ্যমে নতুন রুপে সাজাঁতে নিরলস ও সততার সাথে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে কাজ চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পর্যটন নগরী টেকনাফ পৌর শহরকে পরিস্কার, পরিছন্নতা রাখতে। তার পাশাপাশি আগামী ১৩ সেপ্টেম্বর ইদের দিনে জবাই করা কোরবানির পশুর ময়লা আর্বজনা ও বর্জ্য গুলো যেন সাথে সাথে পরিষ্কার করা হয়।
এ উপলক্ষে ১০ সেপ্টেম্বর পৌর পিতা মেয়র হাজী মো: ইসলাম এক মহতি উদ্দ্যেগ হাতে নেয়। তিনি পৌরসভার পরিষ্কার পরিছন্নতাকারী কর্মী বাহিনীদের নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করেন। এই সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক মেম্বার আলহাজ্ব আবদুল গফুর শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হায়দার আলী, ১ নং ওয়ার্ডের কাউন্সিলার শাহ আলম, ৪নং ওয়ার্ডের হোসন আহম্মদ, ৮নং ওয়ার্ডের মনিরুজ্জামান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলার নুরুল বশর নুরশাদ, মহিলা কাউন্সিলার নাজমা আলম, দিলরুবা খানম ও পৌরসভার বিভিন্ন শ্রেনীর কর্মকর্তারা।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর এলাকার ২০-৩০ জন পরিষ্কার পরিছন্নতাকারী কর্মী বাহিনী। মতবিনিময় সভার শুরুতেই পৌরবাসীকে ঈদ মোবারক ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কর্মচারীদের উদ্দ্যেশে মেয়র হাজী মো: ইসলাম বলেন, পৌরবাসীকে পরিষ্কার পরিছন্নতা শহর উপহার দেওয়ার জন্য এবং এই পর্যটন নগরী টেকনাফ পৌর শহরকে নতুন রুপে সাজাঁতে সঠিক স্থানে ময়লা, আর্বজনা, পেলার জন্য পৌরবাসীকে সচেতন করার আহবান জানান, তার পাশাপাশি আসন্ন ঈদুল আযহার দিন কোরবানি পশু জবাই করার পর ময়লা আর্বজনা ও বর্জ্য গুলো যেন সাথে সাথে পরিষ্কার করে পৌর শহরকে ময়লা আর্বজনা মুক্ত করা হয়।
তার জন্য তাদেরেক সঠিক সময়ে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য জোর দাবী জানান এবং এই পর্যটন নগরী টেকনাফ পৌর শহরকে সুন্দর ও পরিস্কার,পরিছন্ন রাখার জন্য দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।