হাফিজুল ইসলাম চৌধুরী :
নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের ঠান্ডাঝিরি এলাকার বাঁকখালী নদী থেকে সিরাজুল ইসলাম ওরফে তরুন্যা (১৩) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার ১০ সেপ্টেম্বর সকালে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
সূত্র জানায়,নিহত শিশু রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মৃত মোঃ ইসমাঈলের ছেলে। সে ছৈয়দ আলমের বাড়িতে রাখাল ছেলে হিসাবে কাজ করত।
দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম মুঠোফোনে আমাদের রামু কে বলেন, শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার বিকেলে তার লাশ দাফন করা হয়েছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আমাদের রামু কে বলেন, নিহত শিশুর বড় ভাই মোহাম্মদ মিজান নিশ্চিত করেছে যে সিরাজুল ইসলামের মৃগী রোগ ছিল। এ কারণেই বাঁকখালী নদী পার হতে গিয়ে তার অকাল মৃত্যু হয়েছে।