প্রজ্ঞানন্দ ভিক্ষু:
কক্সবাজারের রামুতে সংঘদান অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর রামু উপজেলার কেন্দ্রীয় সীমা বিহারের দায়ক রমিত বড়ুয়ার বাড়িতে সকাল ১০টায় উক্ত দানসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, একুশে পদকে ভূষিত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মদেশনা দান করেন ভদন্ত শীলপ্রিয় থের ও দন্ত শরণপ্রিয় ভিক্ষু প্রমূখ।
অনুষ্ঠানের দাতা রমিত বড়ুয়া জানান, প্রয়াতা শ্বাশুড়ি বিন্দুবালা বড়ুয়ার পারলোকিক সদগতি কামনায় উক্ত দানানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও পরলোকের পাথেয় পুণ্য অর্জনের চেতনায় এ দানানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সভায় সত্যপ্রিয় মহাথের বলেন, লোভে নিমজ্জিত এই বিশ্বে শুধু চাইতে গিয়ে আমরা কত অধর্ম করছি তার ইয়ত্তা নেই। দান মানে ত্যাগ। ত্যাগ গুণ আমাদের থাকলে লোভকে দমন করা সম্ভব। লোভ দমন করা গেলে শান্তি অনিবার্য। এসময় তিনি দেশ ও বিশ্বশান্তি কামনা করে তাঁর দেশনা সমাপ্ত করেন।