খাগড়াছড়িতে এক মা তার শিশুছেলেকে বিক্রির জন্য হাটে তোলার পর জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বাড়ি ফিরে গেছেন।
সদর উপজেলার ভাইবোনছড়ার পাকোজ্জ্যাছড়ি গ্রামের এই মা বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন নিজের ছেলেকে বিক্রির জন্য বাজারে তোলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অনেকে। পরে জনপ্রতিনিধির হস্তক্ষেপে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন এই মা।
খবর পেয়ে শুক্রবার সকালে মা-ছেলেকে দেখতে যান ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।
সুজন চাকমা বলেন, “কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলে এই নারী তার বাবার বাড়িতে ওঠেন। শিশুছেলে তার সঙ্গেই আছে। পরিবারটি অত্যন্ত দরিদ্র। কোনোরকমে মাথা গোঁজার মত একটা ঠাঁই আছে।
“তাছাড়া এই মা মানসিকভাবে কিছুটা অসুস্থ। মৃগীরোগে আক্রান্ত। অভাবের কারণে বাধ্য হয়ে ছেলেকে বিক্রি করতে যান তিনি।”
চেয়ারম্যান তাদের টাকা ও খাদ্যসামগ্রী দিয়েছেন।
সংসদ সদস্য বাসন্তী চাকমাও সহযোগিতা দিয়েছেন।
বাসন্তী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বিষয়টি জানতে পারি। অভাবের কারণে সন্তান বিক্রি করতে চাওয়া খুবই দুঃখজনক। পরিবারটিকে ছয় মাসের খাবারসামগ্রী ও টাকা দেওয়া হয়েছে।”
তাছাড়া একটি সরকারি ঘর দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান সংসদ সদস্য।
সন্তানটি ভাল থাকবে এমন আশা করেছিলেন তার মা।
মা বলেন, ”বাচ্চাকে কী খাওয়াব? এলাকার সব মানুষই কমবেশি গরিব। তাই সন্তানকে একটি ভাল পরিবারে দিতে চেয়েছিলাম। আর যদি কিছু টাকা পাই। সন্তানও ভাল থাকবে।“
সূত্র : বিডিনিউজ