দিনাজপুরে বিরামপুর উপজেলার পলাশবাড়ীতে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শাহরিয়ার হাসান (১৪) নামে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।
শাহরিয়ার হাসান পৌরশহরের ইসলামপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
শনিবার (১৩ আগস্ট) রাত আটটার দিকে পলাশবাড়ী রেল গেটের ৫শ গজ দক্ষিণ দলদলিয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ।
নিহত স্কুলছাত্রের বাবা মাহফুজুর রহমান বলেন, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন শাহরিয়ার। ঘুরতে ঘুরতে পলাশবাড়ী এলাকায় ঘুরতে যান। সেখানে কানে হেডফোন লাগিয়ে ট্রেনের লাইনের ওপর বসে গান শুনছিল সে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন তাকে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
রেলওয়ে হাকিমপুর থানার এসআই কায়কোবাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সূত্র : জাগোনিউজ