রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের প্রবীন আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, মাদ্রাসা গেইটস্থ গণি মাকের্টের স্বত্ত্বাধিকারী হাজী আব্দুল গনি মঙ্গলবার, ১৬ আগস্ট বেলা ১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্বপাড়ার মৃত মোজাফফর আহমদের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন
মঙ্গলবার বাদে মাগরিব জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ আবদুল হক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এবং পরিবারের পক্ষে মরহুমের ৪র্থ ছেলে মো. টিপু সুলতান। জানাযায় ইমামতি করেন- বিশিষ্ট আলেমেদ্বীন মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ তাজ।
রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তুরের হাজারো জনতা শরিক হন।
এদিকে প্রবীন আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক হাজ¦ী আবদুল গনির মৃত্যুতে রামুর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মুত্যুর খবর পেয়ে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী মরহুমের বাড়িতে গিয়ে শোকাহত স্বজনদের সমবেদনা জানান।