৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
আমাদের রামু
  •  
  • কক্সবাজার জেলা
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহেশখালী
  • পার্বত্য চট্রগ্রাম
    • বান্দরবান
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • মতামত
    • সম্পাদকীয়
    • গোলটেবিল বৈঠক
    • ধর্মকথা
    • সাক্ষাৎকার
    • তারুণ্যের লেখালেখি
    • ছড়া ও কবিতা
    • কলাম
    • সাধারণের কথা
    • অনলাইন ভোট
  • বিশেষ প্রতিবেদন
    • কীর্তিমান
    • প্রতিভা
    • ঐতিহ্য
    • অবহেলিত
    • পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব
    • শেখড়ের সন্ধান
    • প্রতিষ্ঠান
  • রাজনীতি
    • আওয়ামীলীগ
    • বিএনপি
    • জাতীয়পার্টি
    • রাজনৈতিক দল সমূহ
    • ছাত্র রাজনীতি
  • নির্বাচন
    • স্থানীয় সরকার
    • সংসদ
    • ইসি
  • শিল্প-সাহিত্য
    • কবিতা
    • গল্প
    • উপন্যাস
    • আর্ট
    • চিঠি
    • ছড়া
    • প্রবন্ধ/নিবন্ধ
    • সংবাদ
  • বিবিধ
    • প্রধান খবর
    • রামু প্রতিদিন
    • পর্যটন
      • বৌদ্ধ ‍বিহার
      • স্থাপনা
      • প্রাকৃতিক
    • চাকরির খবর
    • শিল্প-সাহিত্য
    • সংস্কৃতি
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • উন্নয়ন
    • সাংস্কৃতিক
    • মানচিত্রে রামু
    • শিক্ষাঙ্গন
    • শিক্ষা
    • রামু তথ্য বাতায়ন
    • সমস্যা ও সম্ভাবনা
    • আমাদের রামু পরিবার
    • অপরাধ
    • আইন-আদালত
    • সংসদ ও মন্ত্রীসভা
    • স্বাস্থ্য
ফলাফল নেই
সকল ফলাফল দেখুন
  •  
  • কক্সবাজার জেলা
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহেশখালী
  • পার্বত্য চট্রগ্রাম
    • বান্দরবান
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • মতামত
    • সম্পাদকীয়
    • গোলটেবিল বৈঠক
    • ধর্মকথা
    • সাক্ষাৎকার
    • তারুণ্যের লেখালেখি
    • ছড়া ও কবিতা
    • কলাম
    • সাধারণের কথা
    • অনলাইন ভোট
  • বিশেষ প্রতিবেদন
    • কীর্তিমান
    • প্রতিভা
    • ঐতিহ্য
    • অবহেলিত
    • পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব
    • শেখড়ের সন্ধান
    • প্রতিষ্ঠান
  • রাজনীতি
    • আওয়ামীলীগ
    • বিএনপি
    • জাতীয়পার্টি
    • রাজনৈতিক দল সমূহ
    • ছাত্র রাজনীতি
  • নির্বাচন
    • স্থানীয় সরকার
    • সংসদ
    • ইসি
  • শিল্প-সাহিত্য
    • কবিতা
    • গল্প
    • উপন্যাস
    • আর্ট
    • চিঠি
    • ছড়া
    • প্রবন্ধ/নিবন্ধ
    • সংবাদ
  • বিবিধ
    • প্রধান খবর
    • রামু প্রতিদিন
    • পর্যটন
      • বৌদ্ধ ‍বিহার
      • স্থাপনা
      • প্রাকৃতিক
    • চাকরির খবর
    • শিল্প-সাহিত্য
    • সংস্কৃতি
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • উন্নয়ন
    • সাংস্কৃতিক
    • মানচিত্রে রামু
    • শিক্ষাঙ্গন
    • শিক্ষা
    • রামু তথ্য বাতায়ন
    • সমস্যা ও সম্ভাবনা
    • আমাদের রামু পরিবার
    • অপরাধ
    • আইন-আদালত
    • সংসদ ও মন্ত্রীসভা
    • স্বাস্থ্য
ফলাফল নেই
সকল ফলাফল দেখুন
আমাদের রামু
ফলাফল নেই
সকল ফলাফল দেখুন

মিয়ানমারে নিবন্ধন ও নাগরিকত্ব সংকটের সমাধান চান রোহিঙ্গারা

ঢাকা পোস্ট ঢাকা পোস্ট
আগস্ট ২৫, ২০২২
বিভাগ জাতীয়, প্রধান খবর
0
মিয়ানমারে নিবন্ধন ও নাগরিকত্ব সংকটের সমাধান চান রোহিঙ্গারা
Share on FacebookShare on Twitter

• চান শিক্ষা, চিকিৎসাসেবা ও জীবিকার নিশ্চয়তা
• নিজ ভিটেমাটি ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দাবি
• প্রত্যাবাসনে প্রয়োজন জোরালো আন্তর্জাতিক চাপ

মিয়ানমারের মংডুর দক্ষিণ বাহারছড়া গ্রামে থাকতেন মো. আমিন (৪৮)। মাদ্রাসায় পড়াশোনা করা আমিনকে একদিন বাড়ি থেকে তুলে নিয়ে যায় মিয়ানমারের নাসাকা বাহিনী। পুরো পরিবারে নেমে আসে নির্যাতন, মানবিক দুর্যোগ। ধীরে ধীরে পুরো জনপদ যেন নির্যাতনের এক কারাগারে পরিণত হয়। ভয়ে পরিবার নিয়ে নদীপথে বাংলাদেশে চলে আসেন। এরপর থেকে কুতুপালং ক্যাম্পে আশ্রয় হয়। সেখানে হেড মাঝির দায়িত্ব পালন করছেন তিনি।

আমিন বলেন, ছোট্ট ত্রিপলের ছাউনিতে কীভাবে যে পাঁচটা বছর কেটে গেল টেরই পাইনি। মংডুতে মন পড়ে আছে। অবশ্যই সেখানে ফিরতে চাই। কিন্তু স্বাধীন নাগরিকের সুবিধা কে নিশ্চিত করবে?

আমিনের মতো এমন প্রশ্ন এখন লাখো রোহিঙ্গা নাগরিকের। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।

২৫ আগস্ট, রোহিঙ্গা ঢলের পাঁচ বছর পূর্ণ হলো আজ। নিজ দেশে ফিরে যেতে না পারার ব্যাকুলতা আজও লাখও রোহিঙ্গার মনে ভর করছে।

হতাশা ব্যক্ত করে তারা বলছেন, নিজ দেশে ফিরে যাওয়ার জন্য মুহিবুল্লাহ (আততায়ীদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা) দেশে-বিদেশে যেভাবে চেষ্টা করেছিলেন, তাতে তাদের মনে আশার সঞ্চার হয়েছিল। একদিন নিজ দেশে ফিরে যেতে পারবেন। বুক ভরে শ্বাস নিতে পারবেন। কিন্তু মুহিবুল্লাহ খুন হওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্নের ছেদ ঘটে।

তবে তারা বলছেন, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন পরিস্থিতি তৈরি হলে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চান তারা। চলাফেরার স্বাধীনতা, নিবন্ধন ও নাগরিকত্বের সমাধান দিতে হবে। দিতে হবে শিক্ষা, চিকিৎসাসেবা ও জীবিকা অর্জনের সুযোগ।

কিন্তু তারা কি ফিরতে পারবেন? দেশি-বিদেশি অনেক চেষ্টার পরও সে নিশ্চয়তার পরিবেশই তৈরি করা যায়নি গত পাঁচ বছরে।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ‘জাতিগত নিধনের ধ্রুপদী’ উদাহরণ হিসেবে বর্ণনা করেছিল জাতিসংঘ৷ বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠার মধ্যে অনেকে একে ‘জেনোসাইড’ হিসেবে অভিহিত করেছিলেন। আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে মিয়ানমারের অং সান সু চি সরকার। ২০১৯ সালে দুই দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত ভেস্তে যায়৷

২০২১ সালের শুরুতে চীনের নেতৃত্বে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়ায় আশার আলো দেখা যায়। কিন্তু ফেব্রুয়ারিতে দেশটিতে ক্ষমতার পটপরিবর্তনে সেটি থমকে যায়৷ ওই সময় বাংলাদেশ সরকার জানিয়েছিল, ছয় দফায় মোট আট লাখ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়েছে। যার মধ্যে মাত্র ৪২ হাজারের ভেরিফিকেশন সম্পন্ন করেছে মিয়ানমার৷ এর মধ্যে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থা এবং করোনাভাইরাস মহামারির কারণে সেই আলোচনাও আর সামনে এগোয়নি৷

গত পাঁচ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরাতে না পারার হতাশার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তার ভাষায়, মিয়ানমারের নাগরিকদের এখনই নিজ দেশে ফেরত পাঠানো প্রয়োজন। কারণ, তারা নিজ দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে মিয়ানমারের নাগরিকদের এখনই ফেরত পাঠানো প্রয়োজন।

গত ১৫ থেকে ১৯ আগস্ট কক্সবাজারের কুতুপালং, বালুখালি ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট। কুতুপালং-এর একটি ক্যাম্পের হেড মাঝি মো. আমিন বলেন, ‘আমরা ফিরতে চাই। নিজ দেশে ফিরতে পারব— এমন স্বপ্নও বুনতে শুরু করেছিলাম। যার হাত ধরে আমাদের দেশে ফেরার স্বপ্ন শুরু, সেই মুহিবুল্লাকে হত্যা করা হলো নির্মমভাবে। তার পরিবারের ১১ সদস্যকে বিদেশে পাঠানো হলো।’

‘আমরা বাংলাদেশে থেকে মুসলিম ভাইদের আর কষ্ট দিতে চাই না। কিন্তু মানবিক বিপর্যয় থেকে বাঁচতে এখানে আসা। এখান থেকে মিয়ানমারে ফিরে স্বাধীনতা, অধিকার, রাষ্ট্রীয় সেবা থেকে যদি বঞ্চিত হই তাহলে তো আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এসবের নিশ্চয়তা দিলেই আমরা ফিরে যাব।’

একই ধরনের বক্তব্য দেন আরেক রোহিঙ্গা নেতা মো. আনোয়ার। বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ ইউএনএইচসিআরের প্রতি। আমাদের দুর্দিনে শেখ হাসিনা আশ্রয় দিয়েছেন। কক্সবাজারের মানুষ কষ্ট সইছে। আমরা আর এখানে থাকতে চাই না। দেশে ফিরতে চাই। কিন্তু ফেরার সেই পথ মসৃণ না হলে আমাদের সেখানে গিয়ে লাশ হতে হবে।

সরেজমিন ঘুরে দেখা যায়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে ‘গো হোম’ অর্থাৎ ‘বাড়ি চলো’ প্রচারণা চালাচ্ছেন রোহিঙ্গা নাগরিকরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্যাম্পের অলিগলিতে বিভক্ত হয়ে এমন প্রচারণা চালিয়ে বিশ্ববাসীকে জানান দেওয়ার চেষ্টা করছেন তারা। গত ১৯ জুন সকালে উখিয়া ও টেকনাফে বিশাল সমাবেশও করেন রোহিঙ্গা শরণার্থীরা।

ওই সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেন বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের সমিমুল্লাহ। ঢাকা পোস্টকে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে সোচ্চার ছিল আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ছয় মাস আগে সংগঠনের চেয়ারম্যান (মুহিবুল্লাহ) ‘বাড়ি চলো’ প্রচারণা কর্মসূচি শুরু করেন। সেই এআরএসপিএইচ কার্যালয়েই আততায়ীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

তিনি বলেন, ‘তার মৃত্যুর পর নানা কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করেছি, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। আরাকান আমাদের জন্মভূমি। আমরা জন্মভূমিতে ফিরতে চাই।’

এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘মিয়ানমারের সরকার অভ্যন্তরীণভাবে দুর্বল। বাংলাদেশ সরকার, মিডিয়া ও নাগরিকদের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার চাপটা বজায় রাখতে হবে। যাতে তা আলোচনার মধ্যে হারিয়ে না যায়৷ দেশি-বিদেশি, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, বহুপাক্ষিক— সব ভাবেই আলোচনা চালিয়ে যেতে হবে।’

এদিকে, খুব দ্রুতই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর সম্ভাবনা দেখেন না অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর। তিনি ঢাকা পোস্টকে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে নানামুখী চেষ্টা চলছে। এটা চালিয়ে যেতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারে গণহত্যার বিষয়টি স্বীকৃতি দিয়েছে। তারা তদন্তের অনুমতি দিয়েছে।

‘আন্তর্জাতিক মানদণ্ডে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করতে আগে সেখানকার পরিস্থিতি ও অনিশ্চয়তা দূর করতে হবে। আন্তর্জাতিক জবাবদিহিতা, চাপটা চালু রাখতে হবে। কয় বছর লাগবে, সেটা বলা সম্ভব না। তবে, মিয়ানমারকে বাধ্য করতে হবে যে হ্যাঁ, এরা (রোহিঙ্গা) তোমাদের নাগরিক। তাদের ফেরাতে তোমরা বাধ্য।’

যা বলছে ইউএনএইচসিআর

গত ২৩ আগস্ট এক বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা এবং তাদের সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গাদের আর্থিক সহায়তা ও সংকট সমাধানে জোরদার প্রচেষ্টার জন্য আহ্বান জানাচ্ছে। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসার সর্বশেষ ঘটনাটি এখন একটি প্রলম্বিত সংকটে পরিণত হয়েছে। এই মানবিক সংকটের শুরুতে বাংলাদেশের সরকার, স্থানীয় জনগণ ও মানবিক সংস্থাগুলো দ্রুত শরণার্থীদের পাশে দাঁড়ায় এবং কক্সবাজারে তাদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে। যেটি বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবির।

পাঁচ বছর পর অনেক রোহিঙ্গা শরণার্থী ইউএনএইচসিআর-কে বলেছে, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিস্থিতি তৈরি হলে তারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবে। তারা নিজ মাতৃভূমিতে চলাফেরার স্বাধীনতা, নিবন্ধন ও নাগরিকত্ব প্রদান, বিভিন্ন সেবা এবং জীবিকা অর্জনের সুযোগ দাবি করেন।

রোহিঙ্গাদের বর্তমান দুরবস্থার কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন জানায় ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে, যেন রোহিঙ্গারা এই নিদারুণ শরণার্থী জীবন চালিয়ে যেতে বাধ্য না হন। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিশ্বকে আরও জোরদারভাবে কাজ করতে হবে। যাতে তারা স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেতের কাছে রোহিঙ্গারা নিজেদের অধিকার নিশ্চিত করে রাখাইনে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে, রাখাইনের বর্তমান পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সেখানে পাঠানো ঠিক হবে না— মনে করেন মিশেল।

মিশেল ব্যাশেলেত বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১৪ থেকে ১৭ আগস্ট বাংলাদেশ সফর করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গেও মতবিনিময় করেন।

পূর্ববর্তী সংবাদ

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল

পরবর্তী সংবাদ

পদত্যাগের ‘গুঞ্জন’ উড়িয়ে দিলেন ডমিঙ্গো

পরবর্তী সংবাদ
পদত্যাগের ‘গুঞ্জন’ উড়িয়ে দিলেন ডমিঙ্গো

পদত্যাগের ‘গুঞ্জন’ উড়িয়ে দিলেন ডমিঙ্গো

সর্বশেষ সংবাদ

রাজনীতি একপাশে রেখে সাহায্য জোরালো করুন: জাতিসংঘ

রাজনীতি একপাশে রেখে সাহায্য জোরালো করুন: জাতিসংঘ

ফেব্রুয়ারি ৯, ২০২৩
মুখের ক্যান্সারের যে প্রাথমিক লক্ষণগুলো উপেক্ষা করবেন না

মুখের ক্যান্সারের যে প্রাথমিক লক্ষণগুলো উপেক্ষা করবেন না

ফেব্রুয়ারি ৯, ২০২৩
শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ

শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ

ফেব্রুয়ারি ৯, ২০২৩
তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের উদ্ধারকারী দল

তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের উদ্ধারকারী দল

ফেব্রুয়ারি ৯, ২০২৩
তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

ফেব্রুয়ারি ৯, ২০২৩

জনপ্রিয় সংবাদ

কোনো সংবাদ পাওয়া যায়নি

আর্কাইভ ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮  

সম্পাদক ও প্রকাশকঃ প্রজ্ঞানন্দ ভিক্ষু
© ২০২২ আমাদের রামু ডট কম কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

যোগাযোগঃ ০১৮৩৫ ৬১৬ ৯৫১ ইমেইলঃ [email protected]

আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • ইউনিকোড কনর্ভারটার

প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

ফলাফল নেই
সকল ফলাফল দেখুন
  •  
  • কক্সবাজার জেলা
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহেশখালী
  • পার্বত্য চট্রগ্রাম
    • বান্দরবান
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • মতামত
    • সম্পাদকীয়
    • গোলটেবিল বৈঠক
    • ধর্মকথা
    • সাক্ষাৎকার
    • তারুণ্যের লেখালেখি
    • ছড়া ও কবিতা
    • কলাম
    • সাধারণের কথা
    • অনলাইন ভোট
  • বিশেষ প্রতিবেদন
    • কীর্তিমান
    • প্রতিভা
    • ঐতিহ্য
    • অবহেলিত
    • পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব
    • শেখড়ের সন্ধান
    • প্রতিষ্ঠান
  • রাজনীতি
    • আওয়ামীলীগ
    • বিএনপি
    • জাতীয়পার্টি
    • রাজনৈতিক দল সমূহ
    • ছাত্র রাজনীতি
  • নির্বাচন
    • স্থানীয় সরকার
    • সংসদ
    • ইসি
  • শিল্প-সাহিত্য
    • কবিতা
    • গল্প
    • উপন্যাস
    • আর্ট
    • চিঠি
    • ছড়া
    • প্রবন্ধ/নিবন্ধ
    • সংবাদ
  • বিবিধ
    • প্রধান খবর
    • রামু প্রতিদিন
    • পর্যটন
      • বৌদ্ধ ‍বিহার
      • স্থাপনা
      • প্রাকৃতিক
    • চাকরির খবর
    • শিল্প-সাহিত্য
    • সংস্কৃতি
    • বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
    • উন্নয়ন
    • সাংস্কৃতিক
    • মানচিত্রে রামু
    • শিক্ষাঙ্গন
    • শিক্ষা
    • রামু তথ্য বাতায়ন
    • সমস্যা ও সম্ভাবনা
    • আমাদের রামু পরিবার
    • অপরাধ
    • আইন-আদালত
    • সংসদ ও মন্ত্রীসভা
    • স্বাস্থ্য

© 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.