সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, একজন ভালো আইনজীবী হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। নতুন আইনজীবীদের সব সময় বই পড়তে হবে। সব বিষয়েই ধারণা থাকতে হবে। বই কেনার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যক্তিগত লাইব্রেরি সমৃদ্ধ করতে হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে আয়োজিত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিচারপতি আব্দুর রউফ বলেন, সিনিয়রদের নিজের সন্তানের মতো জুনিয়রদের ভালোবাসতে হবে। না হলে বার সমৃদ্ধ হবে না, আর বার সমৃদ্ধ না হলে বেঞ্চ ও সমৃদ্ধ হবে না। এভাবে বার ও বেঞ্চে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিচারকাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে।
হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফরিদ আহমেদ বলেন, জুনিয়ররা সিনিয়রদের কাছ থেকে শিখবেন, কিন্তু পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়লে হবে না। একবার শেখার পর নিজে নিজেই মামলা পরিচালনা করতে হবে।
তিনি বলেন, ভালো আইনজীবী হতে হলে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখতে হবে। নিয়ম কানুন সব নিজের আয়ত্তে আনতে হবে। আইনজীবী পেশাকে ব্যবসা হিসেবে মনে করলে হবে না।
ল’ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে ঢাকা বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ও ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউল আলম, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন মিঠু, ল’ইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ইউসুফ আলী, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম রহমান ভুঁইয়া প্রমুখ।
সূত্র :ঢাকা পোস্ট