বিদেশ ডেস্ক:
শ্রীলঙ্কা-বাংলাদেশ পরস্পরের নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা সার্ভিস বন্ধ রেখেছে। হঠাৎ করেই শ্রীলঙ্কা বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিলে, এর প্রতিক্রিয়ায় বাংলাদেশও শ্রীলঙ্কানদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। বাংলাদেশ ভিসা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে, শ্রীলঙ্কান হাই কমিশনারকে তলব করে এর ব্যাখ্যাও চেয়েছে ঢাকা। তবে শুরুতে স্বীকার করলেও এখন ভিসা বন্ধ থাকার বিষয়টি অস্বীকার করছে শ্রীলঙ্কা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের বাংলা সংস্করণ এবং শ্রীলঙ্কান সংবাদমাধ্যম সিলন ডেইলি নিউজের খবর থেকে এসব কথা জানা গেছে।রিপোর্ট বাংলাট্রিবিউনের।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, চলতি মাসের ৭ তারিখ থেকে শ্রীলঙ্কা বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়া বন্ধ করে দেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশেও সেদেশের নাগরিকদের ‘অন অ্যারাইভ্যাল’ ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে জানিয়েছেন, শ্রীলঙ্কার সিদ্ধান্তের প্রেক্ষাপটে সরকারী নির্দেশনা অনুযায়ী এগারো তারিখ থেকে বাংলাদেশও শ্রীলঙ্কার যাত্রীদের একই সুবিধা দেয়া বন্ধ রেখেছে। ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কার নাগরিকদের ‘অন অ্যারাইভ্যাল’ ভিসা দেয়া বন্ধ রাখার পদক্ষেপ নেয়া হয়েছে। তবে কবে বিষয়টির নিরসন হবে, সে বিষয়ে কোনও ধারণা দিতে পারেননি বাংলাদেশের ঐ কর্মকর্তা।
ওদিকে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম সিলন ডেইলি নিউজের খবরেও বাংলাদেশের পক্ষ থেকে ভিসা বন্ধ রাখার খবরটি নিশ্চিত করা হয়েছে। কলম্বোর বাংলাদেশ হাইকমিশন সূত্রকে উদ্ধৃত করে সিলন ডেইলি নিউজ জানিয়েছে, ‘শ্রীলঙ্কার নাগরিকেরা ঢাকায় আটকা পড়ে আছে। দু্ই দেশের মধ্যকার সমস্যা নিরসনের জন্য অপেক্ষা করছেন তারা’।
বিষয়টি নিয়ে ঢাকায় শ্রীলঙ্কা হাই কমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, বিষয়টি জানার পর রোববার ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরাকে তলব করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে নিজের দেশের সিদ্ধান্ত
‘অন অ্যারাইভাল’ ভিসা বন্ধের বিষয়ে শ্রীলঙ্কার ঢাকা হাই কমিশনের বক্তব্য পাওয়া না গেলেও এ বিষয়ে দেশটির ইমিগ্রেশন দপ্তরের শীর্ষ দুই কর্মকর্তার বক্তব্য পাওয়া গেছে। দেশটির অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম সিলন ডেইলি নিউজে প্রকাশিত এক রিপোর্টে দেশটির ইমিগ্রেশন দফতরের দুই কর্মকর্তার স্ববিরোধী বক্তব্য উঠে এসেছে। শ্রীলঙ্কান ওই সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমে অভিবাসন দফতরের একজন কর্মকর্তা ভিসা বন্ধের বিষয়টি নিশ্চিত করে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রীলঙ্কান হাইকমিশনারকে তলব করার পর আরেক কর্মকর্তা ভিসা বন্ধের বিষয়টি অস্বীকার করেন।
এ নিয়ে জানতে চাইলে প্রথমে ভিসা ও সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের কন্ট্রোলার এমবি উইরাসেকারা সিলন ডেইলি নিউজকে জানান, নিরাপত্তার কারণে বাংলাদেশি নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। প রে দেশটির ইমিগ্রেশন ও বহির্গমন বিভাগের কন্ট্রোলার জেনারেল এমএন রানাসিংহ দাবি করেন, এ বিষয়ে সরকার নীতিগত পরিবর্তন আনার কোন সিদ্ধান্ত নেয়নি। তিনি দাবি করেন, আগের মতোই বাংলাদেশের নাগরিকেরা অনলাইন অথবা অন অ্যারাইভাল; দু্ প্রক্রিয়াতেই ভিসার আবেদন জানাতে পারেন।’