এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে সমস্যার কোনো অস্তিত্ব নেই। আপনার জীবনে যদি কোনো সমস্যা না থাকে, তার মানে আপনি প্রকৃত অর্থে বেঁচে নেই। আপনি জীবিত থেকেও মৃত। অর্থাৎ সমস্যা না থাকাও একটি বড় সমস্যা।
No situation is permanent – either it is good or bad.
তাই সমস্যা কখনও দীর্ঘস্থায়ী হয় না। সমস্যা শুধু আসে আপনার চারপাশের মুখোশধারী মানুষ গুলোকে চিনাতে, আপনার জীবনের অভিজ্ঞতার বইটিকে পরিপূর্ণ করতে এবং সেটা করে এক সময় চলেও যায়। কেননা প্রতিটি সমস্যার মধ্যেই সেটি সমাধানের বীজ লুকিয়ে থাকে। আপনার কাজ শুধু ধৈর্য সহকারে সেই বীজটিকে খুঁজে বের করা।
সমস্যার দিকে কখনও তাকাবেন না – শুধু সম্ভাবনার দিকে তাকান। জীবনে কতবার হেরে গেছেন সেই দিকে তাকাবেন না – কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেই দিকে তাকান। তাহলেই আশার আলো দেখবেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখবেন।
লিয়াকত আলীর টাইমলাইন থেকে