আজ ৯ সেপ্টেম্বর, শুক্রবার শুভ মধু পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূণ্যস্মৃতি বিজড়িত এ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবেন।
বস্তুত, ভাদ্র পূর্ণিমার অপর নাম মধু পূর্ণিমা। ভাদ্র মাসে তথা ভাদ্র পূর্ণিমা তিথিতে পালিত এ দিনটি পালনের পিছনে রয়েছে বুদ্ধযুগের এক অনন্য ঐতিহাসিক ঘটনা।
মূলত, পারিলেয়্য নামক এক বনে বানর কতৃক তথাগত গৌতম বুদ্ধকে মধুদানের ঘটনাকে কেন্দ্র করে বৌদ্ধরা ভিক্ষুসংঘকে মধুদান করে স্মৃতি বিজড়িত এই দিনটিকে পালন করে থাকেন।

কোন কোন বিহারে থাকে দিনব্যাপী কর্মসূচী। এসব কর্মসূচীর মধ্যে – বুদ্ধপূজা দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, মধুদান, অষ্টশীল গ্রহণ, প্রদীপ প্রজ্জ্বলন, বিহারে আলোকসজ্জা, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত উপাসনা, ধর্মশ্রবণসহ নানাবিধ উদ্যোগ থাকে।
এদিকে আজকে কক্সবাজারের রামু উপজেলার কেন্দ্রীয় সীমা মহাবিহারে প্রতি বছরের ন্যায় এবছরও দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে শুভ মধু পূর্ণিমা – ২০২২ উদযাপিত হচ্ছে।