রামু উত্তরমিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথেরোর উদ্দেশে সংঘদান ও অষ্টপরিষ্কার দানসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা জেতবন বিহারে উক্ত সংঘদান ও অষ্টপরিষ্কার দানসভা অনুষ্ঠিত হয়।
ভারতীয় ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মরত্ন মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মদেশনা দান করেন উখিয়া পাতাবাড়ী আনন্দভবন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভদন্ত প্রজ্ঞানন্দ থের, জাদিপাড়া আর্যবংশ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রবোধি ভিক্ষু, উখিয়ারঘোনা জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত অহিংবোধি ভিক্ষু ও ভদন্ত বিজয়বোধি ভিক্ষু প্রমূখ।
অনুষ্ঠানে শীলা প্রার্থনা করেন গ্রামের প্রবীণ উপাসক রাজমোহন বড়ুয়া।
অনুষ্ঠানে গ্রামের উপাসক-উপাসিকাবৃন্দ আবাল-বৃদ্ধ,বণিতা সকলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রতিবছর বর্ষাবাস যাপনকালে বর্ষাবাসিক সংঘদান হিসেবে উক্ত পুণ্যানুষ্ঠানের আয়োজন করেন গ্রামবাসী। এবছর উক্ত পুণ্যানুষ্ঠান সদ্য প্রয়াত রামু উত্তরমিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথেরোর উদ্দেশে উৎসর্গ করা হয়।