স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি; ইনজেকটাবল, খাবারবডি,কনডম এর ব্যবহাট বিশেষ ক্যাম্প (২০-২২ সেপ্টেম্বর) উপলক্ষ্যে বান্দরবানের লামায় লামা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সরই ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা ফিল্ড সার্ভিস ডেলিভারি এর আয়োজনে ও উপজেলা ফ্যামিলি ফ্যালেনিং অফিসের বাস্তবায়নে সভায় এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডিডি ( উপপরিচালক) ডাঃ অংচালু।
লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে অংশ নেন জেলা কনসালটেন্ট ডাঃ নুরুস সাফা চৌধুরী,এফপি ফ্যাসিলিটেটর মোঃ আসাদুজ্জামান সরকার,সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোং,সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন নাহার লিপি,ডাঃ জাহাঙ্গীর আলম,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক,সাকমো,এফপিআই,এমএসভিসহ বিভিন্ন স্থরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিবার পরিকল্পনা সহকারী পার্থ প্রতিম মিত্র।