বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে আওয়ামী লীগ, মহিলা ও যুব মহিলা আ.লীগের যৌথভাবে সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেমর) বিকাল ৩টায় ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ.লীগ আয়োজিত এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন
বান্দরবান জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মার্মা,উপ-দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না,লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।
আরও সহ সভাপতি প্রশন্ন ভট্টাচায্য, যুগ্মসম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাচিং প্ররু মার্মা,সাংগঠনিক সম্পাদকদ্বয় প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, জেলা মহিলা আ,লীগের সভাপতি জোহরা চৌধুরী,সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য নারীনেত্রী তিংতিং ম্যা, ফাতেমা পারুল,মহিলা ভাইস চেয়ারম্যান মিল্ক রাণী দাশসহ অনেকই।
সম্মেলন ২য় অধিবেশনে সবার মতামতের ভিত্তিতে সভাপতি মোঃ জালাল উদ্দীন কোং, সহ সভাপতি উম্রামং মার্মা হেডম্যান,শহিদুল্লাহ মিন্টু, ধর্ম চরণ ত্রিপুরা,মাহমুদুর রহমান শুক্কুর, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুগ্ম সম্পাদক শেখ এহসান উল্লাহ,থোয়াইহ্লা মার্মা,সাংগঠনিক সম্পাদকদ্বয় ক্যম্রাউ মার্মা,সুজা আকবরসহ ১২ (বার) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পাশাপাশি ফাইতং ইউনিয়ন মহিলা আ.লীগে শাহেদা বেগম সভাপতি,সম্পাদক শৈওয়ংচিং মার্মা ও যুব মহিলা লীগের সভাপতি রিজিয়া আক্তার, সম্পাদক রুবি আক্তারসহ যৌথ কমিটি গঠন করা হয়।