গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:
টেকনাফে ৯ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ মো. ইউনুছ (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে।
বিজিবি সুত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর সকালে মায়ানমার থেকে ইয়াবা আনার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে ৯ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ মো. ইউনুছকে আটক করা হয়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আবুজার আল জাহিদ আমাদের রামু কে জানান, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ নাফ নদীর মোহনায় থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।