নোয়াখালীর বেগমগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্গাপূজা নিয়ে কটূক্তি করার অভিযোগে ইয়াসিন রুবেল (৩০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াসিন রুবেল বেগমগঞ্জ উপজেলার করিমপুরের কালু মিয়ার বাড়ির সালেহ উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল নিজের ফেসবুক প্রোফাইলে দুর্গাপূজাকে কটাক্ষ করে পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘ইসলামে মূর্তিপূজা এক ভয়ংকর অপরাধ। অতএব কোনো মুসলমান পূজাকে উইশ করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম স্পষ্ট কুফুরি।’
তার এই পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তেজনা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি হয়। জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে আটক করে।
নাজিম উদ্দিন আহমেদ বলেন, রুবেল তার ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে। তাই প্রযুক্তির সহযোগিতায় তাকে চৌমুহনী থেকে আটক করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তার সহযোগীদের শনাক্ত করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র : ঢাকা পোস্ট