আবদুল আলী সিকদার বংশের প্রজন্ম পুরুষ হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ২.৩০ টার সময়ে তিনি উখিয়া উপজেলার হলদিয়া পালংস্থ সিকদার পাড়া নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রবিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় হলদিয়া পালং সিকদার পাড়া স্টেশন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নামাজে জানাযায় ইমামতি করেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রজন্ম পুরুষ ধেছুয়া পালং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মোহাম্মদ আবু তাহের।
নামাজে জানাযা পূর্ব স্মরণ সভায় বক্তৃতা করেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ মেম্বার সরওয়ার কামাল বাদশা, সাবেক মেম্বার আমিনুল হক আমিন, মরহুমের বড় ছেলে সহকারী উপ পুলিশ পরিদর্শক মো. রবিউল করিম সিকদার রুবেল ও ভাইপো হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার উল ইসলাম সিকদার প্রমুখ।
মরহুম ফজলুল করিম সিকদার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সিকদার পাড়া নিবাসী আবদুল আলী সিকদার বংশের সমশের আলী প্রজন্ম পুরুষ মরহুম হাকিম মিয়া সিকদারের দ্বিতীয় ছেলে, মরহুম ফয়েজুর রহমান সিকদারের নাতি। তিনি আবদুল আলী সিকদার বংশের একাদশ পুরুষ।
মরহুম ফজলুল করিম সিকদার বান্দরবান সদর থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মো. রবিউল করিম সিকদার রুবেল ও হলদিয়া পালং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাসেদুল করিম সিকদার রাসেলের পিতা।
ফজলুল করিম সিকদার দীর্ঘ বছর হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।
আবদুল আলী সিকদার বংশের প্রজন্ম পুরুষ ফজলুল করিম সিকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি মাহমুদুল হক সিকদার, সহ-সভাপতি আলহাজ্ব আবদুর রাজ্জাক সিকদার, মাষ্টার আলী হায়দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ্ খালেদ, যুগ্ম-সম্পাদক ডা. এম এন আবদুল গফুর, আবছার মিয়া, মোজাম্মেল হক সিকদার সহ আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রজন্ম কমিটির সদস্যরা।
আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা।