রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নাই। মঙ্গলবার এ উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে ছয় জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর, বুধবার এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজারকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড নির্বাচনী এলাকায় ১২০৭ জন ভোটারের মধ্যে ৬৫২ জন পুরুষ ও ৫৫৫ জন মহিলা ভোটার রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ৮ অক্টোবর। ১০ অক্টোবর মনোনয়ন পত্র বাছাই ও ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো। এ উপ-নিবার্চনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে আবুল হাসেম, ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে আলী আকবর, ‘আপেল’ প্রতীক নিয়ে ছানা উল্লাহ, ‘তালা’ প্রতীক নিয়ে দুদু মিয়া, ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীক নিয়ে মোহাম্মদ শহীদ উল্লাহ ও ‘মোরগ’ প্রতীক নিয়ে শামসুল আলম প্রতিদ্বন্দিতা করছেন।
রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, বিগত ৬ জুন, সোমবার রাজারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ জুবাইরের মৃত্যু হয়। এতে এ নির্বাচনী আসনটির পদ শূণ্য ঘোষনা করা হয়। আগামী ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিগত ৬ জুন, সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু সরকারি কলেজ গেইট এলাকায় সড়ক দূর্ঘটনায় রাজারকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ জুবাইরের মৃত্যু হয়। তিনি রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহত ইউপি সদস্য মোহাম্মদ জুবাইর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার সুলতান আহমদের ছেলে।