ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮ অক্টোবর, শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২২ উদযাপিত হবে বলে জানা গেছে। এই উপলক্ষে সংঘদান, অষ্টপরিষ্কার দান, চীবর বুনন অনুষ্ঠান, চীবর দান, কল্পতরু দান, জ্ঞাতি সম্মেলন ও সদ্ধর্মালোচনা সভা-২০২২ অনুষ্ঠিত হবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ভোর ৫ টায় প্রভাতফেরি সহকারে বুদ্ধপূজা দান, সকাল ৬ টায় পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ, সকাল ৭ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় সংঘদান ও অষ্টপরিষ্কার দানসভা ,সকাল ১১ টায় পূজনীয় ভিক্ষুসংঘের পিণ্ড গ্রহণ, দুপুর ১২ টায় জ্ঞাতি ভোজন, দুপুর ১,৩০ টায় চীবর ও কল্পতরু সহকারে গ্রাম প্রদক্ষিণ, দুপুর ২ টায় কঠিন চীবর দান বিষয়ক সদ্ধর্মসভা, বিকাল ৫ টায় চীবর ও কল্পতরু উৎসর্গ, সন্ধ্যা ৬ টায় দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত বুদ্ধোপসনা।
সমগ্র পুণ্যানুষ্ঠানে সভাপতির ধর্মাসন অলংকৃত করবেন ভারতীয় ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, মুম্বাই অজন্তা বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত ধর্মররত্ন মহাথের। এতে আরো প্রাজ্ঞ-পূজনীয় ভিক্ষুসংঘ এবং সম্মানীত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের প্রথম পর্ব সংঘদান ও অষ্টপরিষ্কারদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত করুণাশ্রী মহাথের, অধ্যক্ষ, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, উত্তর মিঠাছড়ি, রামু। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত শরণপ্রিয় থের, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কে শ্রী জ্যোতিসেন থের, পরিচালক, রাংকুট বনাশ্রম বিহার, রামু। ভদন্ত ক্ষান্তিপঞ্ঞা থের, অধ্যক্ষ, শান্তিরদূত বিহার, মেরংলোয়া, রামু। ভদন্ত শীলমিত্র থের, অধ্যক্ষ, প্রজ্ঞামিত্র বনবিহার, উত্তর মিঠাছড়ি, রামু।
ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত প্রজ্ঞাতিলোক থের, অধ্যক্ষ, মৈত্রী বিহার, শ্রীকুল, রামু। ভদন্ত সৌরবোধি থের, অধ্যক্ষ, বোধিরত্ন বিহার, হাজারীকুল, রামু। ভদন্ত প্রজ্ঞাবিনয় ভিক্ষু, অধ্যক্ষ, সদ্ধর্মোদয় বিহার, পূর্ব রাজারকুল, রামু।
দ্বিতীয় পর্বের কঠিন চীবর দান বিষয়ক সদ্ধর্মালোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত শীলপ্রিয় মহাথের, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার। প্রধান ধর্মদেশকের ধর্মদেশনা দান করবেন ভদন্ত প্রজ্ঞানন্দ থের, কেন্দ্রীয় সীমা মহাবিহার ও সভাপতি কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সায়মুম সরওয়ার কমল এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ শংকর বড়ুয়া, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সহকারী অধ্যাপক, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাহমিদা মুস্তফা (স্বর্ণা), উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু। ডাঃ নোবেল কুমার বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রামু উপজেলা। নিরুপম মজুমদার, সহকারি কমিশনার (ভূমি), রামু। আনোয়ারুল হোসাইন, অফিসার ইনচার্জ, রামু থানা। সিরাজুল ইসলাম ভূট্রো, চেয়ারম্যান, ফতেঁখারকুল ইউনিয়ন পরিষদ,রামু।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেনফরিদুল আলম, নবনির্বাচিত সদস্য, কক্সবাজার জেলা পরিষদ।
উল্লেখ্য, ২৭ অক্টোবর, বৃহস্পতিবার গ্রামের যুব সমাজের উদ্যোগে চীবর বুনন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি থেকে আগত একদল তাতঁশিল্পীর অংশগ্রহণে সন্ধ্যা হতে সারারাত ব্যাপী উক্ত চীবর বুননের কাজ চলবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।
দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২২ উদযাপন পরিষদের আহবায়ক তিলক বড়ুয়া অনুষ্ঠানের সকলের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।