ইমরান হোসাইন:
পেকুয়ায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে বনাঞ্চলের একাধিক অবৈধ বসতি উচ্ছেদ করা হযেছে। ২০সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় মৃত কালু মিয়ার পুত্র মোঃ জহির উদ্দিনের নেতৃত্ব ও তার চত্রচ্ছায়ায় বনবিভাগের রিজার্ভ এলাকায় সম্প্রতি একাধিক অবৈধ বসতি গড়ে উঠে। এসব অবৈধ বসতি উচ্ছেদে গেলে বারবাকিয়া বনবিট কর্মকর্তরা বাঁধার মুখে পড়েন। বিষয়টি তারা পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার ও পেকুয়া থানার ওসি’কে অবহিত করে আইনগত সহায়তা কামনা করেন।
বনবিভাগের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মারুফুর রশিদ খান পেকুয়া থানার এস.আই কামরুল ইসলামের নেতৃত্বাধীন একদল পুলিশ ও আনসারের বিশেষ একটি দলসহ ঘটনাস্থলে যান। এসময় বারিবাকিয়া বনবিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পিএম দিলীপ বড়ুয়া ও বেলাল হোসেনকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বারবাকিয়া বনবিটের মালিকানাধীন বনভূমিতে অবৈধ ভাবে গড়ে তোলা একাধিক বসতি গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে স্থানীয় দখলবাজদের অধিনে থাকা বনবিভাগের প্রায় ১৫একর জায়গা দখল মুক্ত করা হয়।