বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের ৬৪ জেলায় ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে পরিবেশ থিয়েটারের নাটক মঞ্চায়ন হচ্ছে।
সেই ধারাবাহিকতায় আগামী ৯ নভেম্বর, ২০২২ খ্রি. বুধবার সন্ধ্যা ৭.৩০টায় কক্সবাজার ইন্সঃ ও পাবলিক লাইব্রেরী’র শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলার পরিবেশ থিয়েটারের নাক “কক্সবাজার গণহত্যা ১৯৭১” মঞ্চস্থ হবে।
জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল পরিবেশিত পরিবেশ থিয়েটারের এই নাটকে কক্সবাজারের প্রায় ১৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেছে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য্য। ইতিমধ্যে নাটকটির সফল মঞ্চায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে কক্সবাজারে সংঘটিত ঘটনা অবলম্বে নির্মিত ‘কক্সবাজার গণহত্যা ১৯৭১’ নাটকটির মঞ্চায়ন দেখার জন্য কক্সবাজারের আপামর জনসাধারণকে আহবান জানিয়েছে জেলা কালচারাল অফিসার সুদীপ্ত চক্রবর্তী।