“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সমুন্নত রেখে লামায় দিনব্যাপী উদ্ভাবনী ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়েছে।
সেক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্য মাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতার বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাররিক জীবনকে সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারা দেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে সারাদেশের ন্যায় বান্দরবানের লামায়ও আয়োজন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ ইং। বুধবার ( ৯ নভেম্বর) টাউন হলে সকাল ৯ থেকে বিকাল ৪ পর্যন্ত লামা উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মেলা সম্পন্ন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ,মো. জাহেদ উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা কালী সংকর রায়,শিক্ষা অফিসার তপন কুমার রায়,সহকারি প্রোগ্রামার শুভ্র ধর,এসআই নাহিদ হাসান প্রমুখ।
মেলায় ৪টি প্যাভিলিয়নে বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তর, পৌর ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য কেন্দ্র, পল্লী সঞ্চয় ব্যাংক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সমাজ সেবা, হিসাব রক্ষণ কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, প্রাণী সম্পদ, স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ও ভিডিপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিবার পরিকল্পনা কার্যালয়, শিক্ষা অফিস অংশ গ্রহন করে। এ দিন বিকেল ৫টায় মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।