বান্দরবানের আলীকদমে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পৃথক আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মেলার সামগ্রিক আয়োজনে অনন্যমাত্রা সংযোজিত হয়েছে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী ও কৃষক সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন ও সাধারন সম্পাদক দুংড়িমং মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিনসহ জেলা উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামিলীগের নেতাকর্মীরা।
কৃষক সমাবেশ শেষে বিনামূল্যে কৃষকদের সার ও বীজ দেন উপজেলা কৃষি অধিদপ্তর ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) নগদ ২৫ হাজার টাকা বিতরণ করেন উপকারভোগীদের মাঝে
উক্ত আয়োজনের পাশাপাশি আলীকদম উপজেলার প্রবেশস্থলে ‘আলীকদম প্রবেশদ্বার’ এবং ‘বঙ্গবন্ধু চত্বর’ এর শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।
এক্ষেত্রে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম বলেন, উভয় আয়োজন সুষ্ঠু-সুন্দর-সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞ। মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান, দর্শক এবং সরকারি-বেসরকারী পর্যায়ের সহকর্মীবৃন্দকে এবং কৃষক সমাবেশে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা।
এসময় বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে ২০৪১ সালে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রয়াস বাস্তবায়নকল্পে এবং পতিত সকল জমি আবাদী জমিতে পরিণতকরণে কৃষক ভাইদের অনুপ্রেরনা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত হয় কৃষক সমাবেশ। উক্ত সমাবেশে মন্ত্রী মহোদয় কর্তৃক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা, সার, ভুট্টা, সরিষা, সুর্যমূখী বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠান পরবর্তী ধাপে জেলা প্রশাসক কর্তৃক প্রদর্শণী প্লটে ভুট্টা বীজ বপন করা হয়।
একই সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০৪১ এর উন্নত বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জনগণের হাতের মুঠোয় নাগরিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারি দপ্তরসমূহ-বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবাসমূহ বিস্তারিত অবহিতকরণের মাধ্যম হিসেবে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আয়োজিত হয়েছে। আলীকদম উপজেলায় সকল সরকারি দপ্তর, এনজিও, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে ডিজিটাল মেলা আয়োজিত হয়েছে। শিক্ষার্থীদের অভিনব চিন্তাধারার স্বতঃস্ফুর্ত বহিঃপ্রকাশ ঘটেছিল বিজ্ঞান ভিত্তিক প্রজেক্টসমূহে।
এরপর, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নির্মিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহি মাচাং ঘর পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক।
এছাড়া আলীকদম উপজেলার পর্যটন বিকাশে আলীকদম নামকরন-ঐতিহ্যের সাথে জড়িত পর্যটনকেন্দ্র আলীর গুহা দর্শনার্থী বিশ্রামকুঞ্জ এবং নবরুপে সংস্কারকৃত পর্যটন স্পট তুইলিপ ঝিরি, মায়ালেক, হাতীরটেক পাহাড় তুলি গার্ডেন উদ্বোধন করা হয়।