দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যে রামুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি ১৫-১৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে। এ উপলক্ষে রামু উপজেলা ফায়ার স্টেশনে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসাইন এ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, এখন শুকনো সময়। এই সময়ে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময়ে বিভিন্ন দূর্ঘটনা ঘটতে পারে। অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ। ফায়ার সার্ভিস তো আমাদের পাশে আছেই, এরপরও যার যার অবস্থান থেকে আমাদের সচেতন থাকতে হবে।
ইউএনও বলেন, যে কোন ধরণের প্রাকৃতিক দূর্যোগ বা মানবসৃষ্ট দূর্যোগে, সকল সময় প্রথম কাতারে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস সপ্তাহ পালনে দিকনির্দেশনার আলোকে বাস্তবায়ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রধান সৌমেন বড়ুয়া’র স্বাগত বক্তৃতা ও সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ, সাবেক সভাপতি খালেদ শহীদ, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমুখ।
যে কোন জরুরি প্রয়োজনে ০১৬৯০০০০২১২, এই ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান, রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রধান সৌমেন বড়ুয়া। তিনি বলেন, দূর্ঘটনা-দূর্যোগে সবার পাশে সবার আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ‘অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন’ আমাদের ভিশন। ‘দূর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা’ আমাদের মিশন। ‘গতি, সেবা ও ত্যাগ’ আমাদের মূলমন্ত্র।