বইমেলা একটি সাংস্কৃতিক আন্দোলন। রাষ্ট্রিক ও সামাজিক জীবনে সাংস্কৃতিক মূল্যবোধকে সমুন্নত রাখতে, ব্যক্তিক, সমষ্টিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাঠ্যাভাস এবং বই সংগ্রহ করাকে উৎসাহিত করার লক্ষ্যে, বঙ্গবন্ধু স্টাডি সার্কেল কক্সবাজার শাখা বিগত তিন বছর ধরে শেখ হাসিনা বইমেলার আয়োজন করে আসছে।
মাননীয় প্রধানমন্ত্রী লেখক দার্শনিক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সপ্তাহকাল ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ইতিমধ্যে এই মেলা পাঠক সমাজে ব্যাপক উদ্দীপনা জাগাতে সক্ষম হয়েছে। পাঠককে আরো বেশি বই সংগ্রহে উৎসাহিত করতে মেলা কর্তৃপক্ষ গত বছর থেকে সেরা বই সংগ্রাহক সম্মাননা প্রদান করে আসছে।
এবার শেখ হাসিনা বইমেলা ২০২২- এর সেরা বই সংগ্রাহক সম্মাননা পাচ্ছেন-মাননীয় সংসদ সদস্য জাফর আলম, মাননীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ম ন আবছার, সাবেক ছাত্রনেতা, সিরাজুল ইসলাম বাবলা (চেয়ারম্যান)ও মোহাম্মদ হোসাইন কবি,সম্পাদক।
এবার তিনটি প্রাতিষ্ঠানকেও সেরা বই সংগ্রাহক সম্মাননা প্রদান করা হবে। এগুলো হলো-বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও রামু সরকারি কলেজ। বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির পক্ষে সম্মাননা গ্রহণ করবেন সিরাজুল ইসলাম চৌধুরী (মহাপরিচালক, বায়তুশশরফ কমপ্লেক্স), ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয় এর পক্ষে সম্মাননা গ্রহণ করবেন খুরশীদুল জন্নাত (প্রধান শিক্ষক) এবং রামু সরকারি কলেজ এর পক্ষে সম্মাননা গ্রহণ করবেন মুজিবুল আলম (অধ্যক্ষ)প্রমূখ।
আগামী বছর লেখক দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ” শেখ হাসিনা বইমেলা ২০২৩” এ এই সম্মাননা স্মারক প্রত্যেকের হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।