পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে মসজিদে বিস্ফোরণে অন্তত ১৭ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৩ জন। সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ারের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
এলআরসি হাসপাতালের একজন মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় ১ টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় জোহরের নামাজে অংশ নিয়েছিলেন মুসল্লিরা।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, সেনা ও বোমা নিস্ক্রিয়কারী টিমের সদস্যরা।
জানা গেছে, বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে গেছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, জোহর নামাজের সময় সামনের কাতারে অবস্থান নিয়ে একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে।
এদিকে, বিস্ফোরণের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
সূত্র : ঢাকা পোস্ট