প্রেস বিজ্ঞপ্তি :
তৃণমূল ছাত্র রাজনীতিকে আরও বেগবান করতে জাতীয়তাবাদী ছাত্রদল রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন শাখার কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে গর্জনিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও গর্জনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রেজাউল করিপ টিপু।
গর্জনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল আবছার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ শহীদ।
সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা গোপন ব্যালেটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু সভাপতি পদে সমান সংখ্যক ভোট পায় দুপ্রার্থী। ফলে সিদ্ধান্ত গড়ায় উপজেলা এমনকি জেলা পর্যায় পর্যন্ত।
অবশেষে শনিবার (১ অক্টোবর) দুপুরে আজিজুল হক আজিজকে সভাপতি, শহীদ উল্লাহ শহীদকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ শহীদ উল্লাহ রাশেলকে সাধারণ সম্পাদক করে গর্জনিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল আলম ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ওই কমিটির অনুমোদন দেন। তবে তাঁদেরকে আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।