পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা আগামীকাল ১০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল দশটায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশী বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়গুরু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি সম্পন্ন সংঘপুরোধা, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, বিনয়াচার্য, পণ্ডিত প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র স্মরণে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উক্ত ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ পরিচালনা কমিটির আহবায়ক শিপন বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রামু উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় হতে পঞ্চম শ্রেণির বৌদ্ধ ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
তিনি সকল পরীক্ষার্থীদেরকে সরবরাহকৃত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে যথাসময়ে পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।