রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল বনিক পাড়ার বাসিন্দা জনপ্রিয় পল্লী চিকিৎসক ডা. সুষেন হরি ধর আর নেই।
তিনি বৃহষ্পতিবার সকাল ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টামের একটি পাইভেট হাসপাতালে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. সুষেন হরি ধর রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট এনেস্থিসিয়া ডা. পুলক ধর, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট অজয় ধর এবং রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষিকা বেলী ধরের পিতা।
বড় ছেলে ডা. পুলক ধর জানান- আজ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি বিকাল ওটায় উত্তর ফতেখাঁরকুল বণিক পাড়স্থ বাড়ির আঙিনায় ডা. সুষেন হরি ধর এর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শেষকৃত্য অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন ডা. পুলক ধর।