বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা বলেন, দেশের উন্নয়নে ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দক্ষতা বাড়িয়ে বিনিয়োগের আওতায় আনতে হবে। বিনিয়োগ বৃদ্ধি করে, কৃষিতে স্বনির্ভরতা এবং স্বল্প সুদে ব্যবসার পরিস্থিতি তৈরি করতে হবে। তা না হলে আমাদের লক্ষে পৌঁছাতে পারবো না। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসার ভূমিকা অপরিহার্য।
রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা এ কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আব্দুল আহাদ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা বলেন, ব্যাংক দেওলিয়া হয়ে যাওয়ার গুজব ছড়ায় কিছু দুর্বৃত্ত। এই অপপ্রচারের লোকজন ব্যাংক থেকে নগদ টাকা উঠিয়ে নিতে শুরু করে। এতে ব্যাংক সমূহও সমস্যায় পড়ে যায়। কিছু ব্যাংক লোন দেয়া কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে মূল্যস্থিতি হয়, মুদ্রাস্থিতি নয়।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউএসএ বিশ্ব ডলার পরিস্থিতিকে ব্যবহার করেছে। ইউএসএ’র লেনদেন নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বিনিয়োগকারিরা, বিনিয়োগ বন্ধ করে দিয়ে তাদের ডলার ফিরিয়ে নিতে শুরু করে। এতেই বিশ্ববাজারে ডলার সংকট দেখা দেয়।
এ বি এম জহুরুল হুদা বলেন, সরকার ইতিমধ্যে আর্থিক অন্তর্ভুক্তি কৌশলপত্র প্রণয়ন করেছেন। ওই কৌশলপত্র বাস্তবায়ন হলে আমাদের অনেক উপকার হবে। এর এখতিয়ারভূক্ত কাজ গুলো করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তিনি ব্যবসায়ীদের ব্যাংকের মাধ্যমে সমস্ত লেনদেন করার পরামর্শ দেন।
কক্সবাজার শহরের অভিজাত এক হোটেল হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির এ কর্মশালা শুরু হয় রোববার সকাল সাড়ে দশটায়। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তৃতা করেন, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ রকিবুল হাসান, চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মশিউর রহমান, ইসলামি ব্যাংক কক্সবাজারের ম্যানেজার অপারেশন মুফিজুর রহমান, ব্র্যাক ব্যাংক কক্সবাজারের ম্যানেজার শামশুল ইসলাম, মুক্তি কক্সবাজারের ম্যানেজার লুৎফুল কবির, গ্লোবাল ব্যাংক কক্সবাজারের এইচ এম এনামুল হক, শাহজালাল ইসলামের ব্যাংকের জোবায়েদ হোছাইন প্রমুখ।
ব্র্যাক কক্সবাজারের কোডিনেটর অজিত নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ নারী উদ্যোক্তারা বক্তৃতা করেন।
কর্মশালায় জানানো হয়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসার ভূমিকা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। বর্তমানে এমএসএমই উদ্যোগ প্রায় ৭.৮ মিলিয়ন এবং তারা আমাদের জিডিপিতে প্রায় ২৫% (এডিবি ২০১৫) অবদান রাখে। কিন্তু করোনা মহামারীর কারণে ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
বাংলাদেশে ৮০ ভাগেরও বেশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীরা করোনা মহামারী দ্বারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যে ক্ষতি পুনরুদ্ধার এবং কর্মরত শ্রমিকদের জীবন ও জীবিকার উন্নয়নে আর্থিক প্রবেশাধিকার এবং ব্যবসায়ীক প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম।
কর্মশালায় জানানো হয়, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে কক্সবাজার জেলায় ১৫০০ জন ব্যবসায়ীর দক্ষতা উন্নয়নে ও আর্থিক প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
কর্মশালায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায় নারী ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তির অসুবিধা এবং ব্যবসায় পুঁজি সংস্থানের বিদ্যমান অন্তরায় চিহ্নিতকরন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে অভিহিতকরন ও উন্নয়নে বিদ্যমান আর্থিক সুবিধা সম্পর্কে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক এসএমই খাতের ব্যাংকিংনীতিসমূহ জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকার, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, সাংবাদিকসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।