রামুতে আনন্দ-উৎসবে মুখরিত হয়ে উঠেন কর্মব্যস্ত সাংবাদিকরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) বনশিল্প কর্পোরেশনের রামু রাবার বাগানে রেষ্টহাউসে পারিবারিক এ মিলনমেলা আয়োজন করে রামু প্রেসক্লাব। বিভিন্ন মিডিয়ায় কর্মরত রামুর সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা দিনব্যাপী নানান আনন্দ-আয়োজনে মেতে উঠেন।
রামু প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলায় আনন্দ-উচ্ছাসে ছুটে আসেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু বক্কর প্রমুখ। তাঁদের আগমনে ভিন্নরকম আমেজ বিরাজ করে রামুর সাংবাদিকদের এ মিলনমেলায়।
রামুর সাংবাদিকদের মিলনমেলায় সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্টের বন্ধু। রামুর সাংবাদিকরা ভালো কাজের পক্ষে, খারাপ মানসিকতার বিপক্ষে থাকেন। রামুর সাংবাদিকরা সচেতন এবং বস্তুনিষ্ঠার মধ্যে আছেন বলেই, আমরা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারছি।
রামু প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে সবসময় পাশে থাকবেন বলে ঘোষনা দিয়ে এমপি কমল বলেন, পারিবারিক মিলনমেলা সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে।
রামু প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলায় আনন্দ-উচ্ছাসে ছুটে আসেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু বক্কর প্রমুখ। তাঁদের আগমনে ভিন্নরকম আমেজ বিরাজ করে রামুর সাংবাদিকদের এ মিলনমেলায়।
শনিবার সকাল থেকে দেশের বৃহৎ রাবার বাগানের রেষ্টহাউস প্রাঙ্গণে পরিবার-পরিজন নিয়ে আসতে শুরু করেন রামু প্রেসক্লাব সদস্যরা। সকাল ১১টা থেকে সাংবাদিক পরিবার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। শিশুরা মুখে চামচে মার্বেল নিয়ে দৌড়, কিশোর-কিশোরীরা স্টাম্পে ক্রিকেট বল নিক্ষেপ এবং রামু প্রেসক্লাব সদস্য ও তাদের স্ত্রীরা পৃথকভাবে বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেন। একই সাথে ঘোরাঘুরি, মোবাইলে সেলফি ও খোশগল্প চলতে থাকে । আড্ডায় পরিবারিক বিষয় থেকে শুরু করে, রাজনীতি, সামাজিক প্রেক্ষাপট, ব্যবসা ও এলাকার সমস্যা-সম্ভাবনা কোন কিছুই বাদ যায়না। দুপুরে অতিথি ও প্রেস ক্লাব পরিবার মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
ক্রীড়া প্রতিযোগিতায় মুখে চামচে মার্বেল নিয়ে দৌড়ে ওয়াসেফ সাঈদ প্রথম, আয়েশা ছিদ্দিকা মিম দ্বিতীয়, স্মরণিকা বড়ুয়া তুর্ণা তৃতীয় হয়েছে। স্টাম্পে ক্রিকেট বল নিক্ষেপে সাবরিনা মামুন মনিকা প্রথম, গালিব সালমান দ্বিতীয়, আয়েশা ছিদ্দিকা মিম তৃতীয় হয়েছে। বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় সাংবাদিকপত্নী রিনা আকতার প্রথম, জায়নুবা হাসনাত শিরিন দ্বিতীয়, উম্মে ফারজানা তৃতীয় হয়েছে। প্রেসক্লাব সদস্যদের বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রকাশ সিকদার প্রথম, আবুল কাশেম সাগর দ্বিতীয়, নুরুল হক সিকদার তৃতীয় স্থান অর্জন করেন।
রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় বিকালে অনুষ্ঠিত হয় গান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। র্যাফেল ড্র ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন, রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা দর্পণ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, সদস্য প্রসুন বড়ুয়া ও মিজানুল হক।
রামু প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলাকে আনন্দ-উৎসবে রূপ নিতে আরও ভূমিকা রাখেন, রামু প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাফর, এম আবদুল্লাহ আল মামুন, খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, কফিল উদ্দিন, সদস্য আহমদ ছৈয়দ ফরমান, হামিদুল হক, এসএম হুমায়ন কবির, শিপ্ত বড়ুয়া, মো. সাইদুজ্জামান, এমএইচ আরমান, সুজন চক্রবর্তী ও মো. আবদুল্লাহ প্রমুখ ।