সরকারবিরোধী আন্দোলন কীভাবে আরও জোরালো করে গতি আনা যায় সেই উপায় খুঁজতে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা জানান।
টুকু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। সরকার শুধু বিরোধী দলের আন্দোলন কীভাবে দমন করা যায় সেটা নিয়ে ব্যস্ত। জনগণের কল্যাণের চিন্তা না করে সরকার বিরোধীদের দমনে মামলা-হামলা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এ পরিপ্রেক্ষিতে আন্দোলন আরও কীভাবে জোরদার করা যায়, কীভাবে ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে ।
টুকু বলেন, আজকের বৈঠকে যুগপৎ আন্দোলন নিয়ে সামষ্টিকভাবে পর্যালোচনা হয়েছে। কেন না, দেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে ঠেকে গেছে। দ্রব্যমূল্য বাড়তে বাড়তে অনেক হয়ে গেছে।
তিনি বলেন, সরকার বেসামাল হয়ে গেছে। জনগণের কল্যাণের চিন্তা না করে সরকার বিরোধীদল দমনে মামলা-হামলা চালিয়ে যাচ্ছে।
এসময় গণতন্ত্র মঞ্চের হাসনাত কাইয়ুম বলেন, এটা আমাদের নিয়মিত বৈঠক। আগের বিষয়গুলো রিভিউ করেছি। বিএনপি ও গণতন্ত্রের মঞ্চের মধ্যে যে যুগপৎ আন্দোলনের ধারা তা আগামীতে কতটুকু বেগবান করা যায়, কীভাবে আরও কাছাকাছি আনা যায়, কীভাবে আমরা একটা যৌথ ঘোষণার দিকে যেতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম নিয়ে পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করি এ কাজের ভেতর দিয়ে পরবর্তীতে আমাদের কর্মসূচির মধ্য দিয়ে দেশে সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও সামনে রমজানে যে সিন্ডিকেট এগুলো মোকাবিলা করে ১০ দফা দাবিতে এ সরকার পদত্যাগ করতে বাধ্য করা হবে-সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
অন্যদের মধ্যে বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অন্যদিকে গণতন্ত্র মঞ্চের সদস্য মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবুল।
সূত্র : জাগোনিউজ