রামুর গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
নগ্ন পায়ে প্রভাতফেরীর মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান, এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন, বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা, এবং সবশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় বিদ্যালয় মিলনায়তনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ধরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী।
এসময় তিনি বলেন- একুশে ফেব্রুয়ারিকে কেবল আনুষ্ঠানিকতায় সীমিত রাখলে চলবে না, এর মর্ম উপলব্ধি করতে হবে। শিক্ষা, সরকারি-বেসরকারি দপ্তরসহ রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন নিশ্চিত করতে হবে। কেবল বাংলা ভাষার উন্নয়নের কথা ভাবলেই হবে না; বাংলাদেশে বসবাসকারী অন্যান্য জনগোষ্ঠীর ভাষার উন্নয়নেও কাজ করতে হবে। মাতৃভাষার উন্নতিই একুশে ফেব্রুয়ারির প্রকৃত শিক্ষা।