রামুতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সংগঠন ‘রামু উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন’ নির্বাচনে সভাপতি পদে এসএম রেজাউল করিম রাজু এবং সাধারণ সম্পাদক পদে খোকন দাশ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার, ২১ ফেব্রূয়ারি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ নির্বাচন সম্পন্ন হয়। পরে সংগঠনের সদস্যদের সর্ব সম্মতিক্রমে ১১ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
উল্লেখ্য, এ নিয়ে তৃতীয় বারের মতো সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হলেন- ঈদগড় ইউনিয়নের বড়বিল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এসএম রেজাউল করিম রাজু। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত খোকন দাশ ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি।
সিএইচসিপি এসোসিয়েশন রামু উপজেলা শাখার নব গঠিত কমিটি অন্যান্যরা হলেন- সহ সভাপতি (১) পিংকি শর্মা (রাজারকুল ফরেস্ট অফিস সিসি), সহ-সভাপতি (২) এসএম জাফর আলম (নন্দাখালী মুরাপাড়া সিসি), ,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন (উত্তর কাহাতিয়া পাড়া সিসি), কোষাধ্যক্ষ সুলতান আহমদ (মনিরঝিল সিসি), সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল ইসলাম (মৌঃ রুস্তম সুফিয়া সিসি), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সুদর্শন কান্তি দাশ (পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল সিসি), যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক জুলেখা খানম (থিমছড়ি সিসি), তথ্য ও প্রচার সম্পাদক সাকেত উল্লাহ (মাঝিরকাটা সিসি) এবং কার্যকরী সদস্য গৌর সেবক শর্মা (দক্ষিণ কচ্ছপিয়া সিসি)।