একুশের অমোঘ বাণী দিয়াছে সূর্য আনি– স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার এর দুই দিন ব্যাপী একুশের অনুষ্ঠান ‘বাংলা প্রাণের সুর’ গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন সম্মিলিত সাংস্কৃতিক জোট ভুক্ত সংগঠন, সৈকত খেলাঘর আসর, সৃজন সঙ্গীত ভূবন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সিমুনিয়া খেলাঘর আসর, ঝিনুকমালা খেলাঘর আসর, বিজয়মুখ, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র, সাগরিকা খেলাঘর আসর।
সমগ্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রুপ থিয়েটার ফেডারেশন এর জাতীয় পরিষদ সদস্য নাট্য সংগঠক এডভোকেট তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, জেলা খেলাঘরের সভাপতি আবুল কাশেম বাবু, সহ সভাপতি সুবিমল পাল পান্না, দীপক শর্মা দীপু, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সভাপতি মো. খোরশেদ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এড. রিদুয়ান আলী, সহ সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন।
দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সঞ্চালনা করেন, সাংস্কৃতিক সংগঠক মনির মোবারক ও অন্তিক চক্রবর্তী।