রামুতে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার জেলা ক্রীড়া অফিস অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই ও ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে। খেলোয়াড় বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু।
রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলমের সভাপতিত্বে ও রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার জেলা সোনালী অতীত ক্লাবের সদস্য সচিব ছিদ্দিক আহমদ, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি বিমল বড়ুয়া, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল বড়ুয়া, সমাজ সেবক তিলক বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ফুটবল অঙ্গনে যুগান্তকারী পদক্ষেপ ‘শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট’। রামুর ফুটবলের ইতিহাস-ঐতিহ্য রয়েছে। প্রথমবারের মতো রামু উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে। উপজেলা পর্যায় থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হবে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কক্সবাজার জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত রামুতে অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই ও ফুটবল প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মাঈনুদ্দিন মিল্কি। অনুষ্ঠানে রামুর সাবেক ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ফুটবল প্রতিযোগিতায় রামু উপজেলার অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে লাল দল বনাম সবুজ দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে খেলা ড্র হয়। ফলে খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হয়। টাইব্রেকারে সবুজ দল ৫-৪ গোলে লাল দলকে পরাজিত করে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে, সবুজ দলের সচীন বড়ুয়া।
লাল দল:
তাফহিম (গোলরক্ষক), মাহিম, চাঁদ, হোয়াইব, মোশারফ, পারভেজ, আরমান, আতিক ইমন, ইয়াছিন, সাদিন, শাহরিয়ার, আদিত্য, ফরহাদ।
সবুজ দল:
জসিম (গোলরক্ষক), মো. সাঈয়েদ, উৎসব বড়ুয়া, সাকিবুল হাসান, রবিউল হাসান, জিয়া উদ্দিন আহমদ জিমন, প্রিতম বড়ুয়া আদি, অর্জুন বড়ুয়া, আবু আনসার, সচীন বড়ুয়া, আরাফাত হোসেন নয়ন, ইরফান খাঁন, রফিকুল ইসলাম, মো. জসিম।