বান্দরবানের থানচি উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মংক্যচিং মারমা (৪৭) নামে ওই জুমচাষি বড়মদক বাজার এলাকার ভিতর পাড়ার বাসিন্দা।
বুধবার সকালে উপজেলার রেমাক্রি ইউনিয়নে জুম ক্ষেতের মধ্যে ওই চাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে থানচি থানার ওসি ইমদাদুল হক জানান।
রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা দুপুরে সাংবাদিকদের বলেন, সকালে জুম ক্ষেতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পাড়াবাসী জানিয়েছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না।
‘ধারণা করা হচ্ছে, জুম ক্ষেতে কারও সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
থানচি থানার ওসি ইমদাদুল বলেন,‘জনপ্রতিনিধির মাধ্যমে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি। এলাকাটি খুবই দুর্গম। মরদেহ নিয়ে সন্ধ্যায় পৌঁছলে বিস্তারিত বলা যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’