বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্মদিন। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে সে উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা স্পিকারকে শুভেচ্ছা জানিয়েছেন।খবর বাংলাট্রিবিউনের।
সংসদে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হোন। সব সংসদ সদস্যের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
জবাবে স্পিকার শিরীন শারমিন প্রধানমন্ত্রীসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। এসময় পাশ থেকে কেউ একজন বলে ওঠেন— ‘বিষয়টি গোপন ছিল।’ তখন প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি গোপন ছিল, তবে তার বয়স কিন্তু কম, ১৯৬৭ সালে না কি?’
এর উত্তরে স্পিকার হাসিমাখা মুখে বলেন, ‘৬৬’। প্রধানমন্ত্রী প্রত্যুত্তরে বলেন, ‘১৯৬৬ সালে তো ছয় দফা দেওয়া হয়েছিল। সেই বছরেই তার জন্ম।’