ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৪০ বছর পূর্তি উৎসব উপলক্ষে সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকি শীর্ষক “আলোচনা সভা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লামা শাখা প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর শাখা প্রধান ব্যবস্থাপক মো.মনিরুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল।
ইসলামী ব্যাংক লামা শাখার সিনিয়র অফিসার মো.ওসমান গনি এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন লামা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক।তিনি ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লামা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,লামা সার্কেল এএসপি নুরুল আনোয়ার,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন।আরো উপস্থিত ছিলেন লামা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক সহ কর্মকর্তা-কর্মচারী,ব্যাবসায়ী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিরা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।