আমাদের রামু রিপোর্ট:
রামুতে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। শুক্রবার মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে বেলপাতার অর্ঘ্য, উলুধ্বনি ও চণ্ডীপাঠের মাধ্যমে এ পূজা শুরু হয়। ঢাকের বাদ্যের সঙ্গে মায়ের আগমনে নেচে উঠেছেন ভক্তরাও।
এবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম তিথি পর্যন্ত চলবে দুর্গাপূজা। শুক্রবার ছিল শুক্লপক্ষের ষষ্ঠী, শনিবার মহাসপ্তমী, রবিবার মহাষ্টমী, সোমবার নবমী ও মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গা পূজা।
গত বছরের তুলনায় এবার রামুতে পূজা মণ্ডপের সংখ্যা ২টি বেড়েছে। এবছর রামুতে ২৯টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে গতবছর ২৭টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।