পবিত্র ইদুল ফিতরের ২য় দিনেরও লামার অন্যতম নতুন বিনোদন কেন্দ্র “বীর বাহাদুর কানন “এ সকল শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ সোমবার (২৪ এপ্রিল,২০২৩ ইং) বিকালে লামা পৌরসভা কার্যালয়ে চার পাশে ঘুরে দেখা যায় শিশু,বৃদ্ধসহ সকল শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এতে নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ও শিশুদের বিনোদনের বিভিন্ন অবয়ব প্রতীকী প্রাণী দেখতে অনেক সুন্দর যা সকলকে মুগ্ধ করছে। বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে দর্শন করতে দেখা গেছে। আরও পার্বত্য অঞ্চলের বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাদৃশ্য বিভিন্ন অবয়ব, ঘরও রয়েছে। এখানে তংমাং রিসোর্ট ও রেস্টুরেন্টেও ক্রয় করে খাবারের ব্যবস্থাও রয়েছে। ইদের ১ম দিনেও এ রকম ছিল। এভাবে আরও কয়েকদিন থাকবে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়াও বিকালে লামা মাতামুহুরী ব্রীজ ও শিলেরতোয়া ব্রীজ এও মামুষ গরমের মধ্যে একটু প্রাকৃতিক হাওয়া ও সৌন্দর্য উপভোগ করে দেখা গেছে।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউলিয়াম রাসেল বলেন, আমাদের পরিবারসহ বাচ্চাদের নিয়ে এখানে দর্শন করতে আছি। আসলে এটি শিশুদের খেলাধুলার করার অন্যতম স্পষ্ট এ পরিণত হয়েছে। এটি নির্মাণ করার জন্য সেক্ষেত্রে মেয়র মহোদয়কে অনেক ধন্যবাদ।
লামার পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম জানান, আমাদের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি নামে এটি আমরা তৈরী করেছি। এটি লামাসহ সকল স্থানের মানুষের বিনোদনের কেন্দ্র পরিণত হয়েছে।