চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন রবিবার (৩০ এপ্রিল) অনুপস্থিত ছিল এক হাজার ৬০৭ জন শিক্ষার্থী। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে নিয়মিত এবং অনিয়মিত মিলে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন। এরমধ্যে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় এক লাখ ৪১ হাজার ৪৮৬ জনের অংশগ্রহণের কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী।
পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলা মিলে ১ হাজার ৭৯ জন, কক্সবাজারে ২৮২ জন, রাঙ্গামাটিতে ৭১ জন, খাগড়াছড়িতে ১০৮ জন এবং বান্দরবানে ৬৭ জন অনুপস্থিত ছিল।’
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন পাঁচটি জেলায় ২১৬টি কেন্দ্রে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলা মিলে ১ হাজার ৭৯ জন, কক্সবাজারে ২৮২ জন, রাঙ্গামাটিতে ৭১ জন, খাগড়াছড়িতে ১০৮ জন এবং বান্দরবানে ৬৭ জন অনুপস্থিত ছিল।’
তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে ছিল ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম ও ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম।’
চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৬টি কেন্দ্রে ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে ছাত্র ৬৮ হাজার ২৭০ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৪৫৪ জন। তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৩২ জন, মানবিক বিভাগ থেকে ৫৯ হাজার ৫৩৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ৬১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী রয়েছে।
এদিকে, চট্টগ্রাম জেলা ও মহানগর মিলে ১২৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৮৮৫ জন, কক্সবাজারে ৩০টি কেন্দ্রে ২৪ হাজার ৩৩০ জন, রাঙ্গামাটিতে ২১টি কেন্দ্রে ৮ হাজার ৭৪২ জন, খাগড়াছড়িতে ২৩টি কেন্দ্রে ৯ হাজার ৮৬৬ জন ও বান্দরবানে ১৫টি কেন্দ্র থেকে ৪ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী রয়েছে।
সূত্র : বাংলা ট্রিবিউন