লামায় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দান করলেন তারেক আহমদ বোখারী । সরকার ঘোষিত নতুন প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ব্যক্তিগত জমি দান করলেন মোঃ রারেক তারেক আহমদ বোখারী।
বৃহস্পতিবার ( ৪ মে,২০২৩ ইং) সকালে রুপসী পাড়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ড এলাকায় হ্লাচ্ছাই পাড়ার মূখ নামক স্থানে ভূমি নির্বাচনে সমন্বয়কারীদের সাথে উপস্থিত ছিলেন মোঃ তারেক আহমদ বোখারী ও তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগমসহ অনেকে।এতে আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম,৩নং ওয়ার্ড মেম্বার শিতারঞ্জন বড়ুয়া, এডভোকেট মামুন মিয়া, কফিল উদ্দিন, সর্দার মোজাম্মেল ও আরো গন্যমান্য ব্যক্তি বর্গ।
বিদ্যালয়ের জন্য ৫০ (পঞ্চাশ) শতক জমি বিনামূল্যে মুক্ত হস্তে দান করেছেন বলে জানান দাতা মোঃ তারেক আহমদ বোখারী।
নতুনভাবে বিদ্যালয়বিহীন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে প্রান্তিক পর্যায়ে নতুন প্রজন্ম এর শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা।