রামুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের পারস্পরিক সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। ‘আমাকে খেলতে দাও’ স্লোগানে সোমবার (৮ মে) সকাল ৯টায় জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে রামুতে দিনব্যাপী শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফাহমিদা মুস্তফা। জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি’র সভাপতিত্বে ও স্বাগত বক্তৃতায় অনুষ্ঠিত হয় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতায় শুভেচ্ছা বক্তৃতা করেন, ইউনিসেফের প্রোগ্রাম কো-অডিনেটর (শিশু সুরক্ষা বিভাগ) ক্যাথি রুনা।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সু্বীর বড়ুয়া বুলু, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া, কক্সবাজার জেলা সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন রকি, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন, জগৎজ্যোতি সিলড্রেন ওয়েলফেয়ার হোমের পরিচালক অরুন বড়ুয়া, ফুটবল প্রশিক্ষক সুমন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,ওমর ফারুক মাসুম।
দিনব্যাপী এই আয়োজনে কিশোর ও কিশোরী পৃথকভাবে প্রতিযোগিতায় অংশ নেয়। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকালে ক্রিকেট, বিকালে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় কাবাডি, দুপুর ১টায় ভলিবল, রামু অফিসার্স ক্লাবে দুপুর আড়াইটায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি সহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি তোলে দেন।
তৃণমূল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রামুতে প্রথমবারের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘পেতে হলে সুস্থ সবল মন ও উন্নত জীবন, শরীরচর্চা এবং খেলাধুলা নিত্য প্রয়োজন’। ‘শিশু মোদের গর্ব, সুন্দর ভবিষ্যৎ গড়বো’। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। মাদক ছেড়ে খেলতে চল’। ‘শিশুকে কোন রকম আঘাত নয়, তাদের শৈশব করি আনন্দময়’। ‘আর নয় শারীরিক শাস্তি, দুর করি শিশুর ভয় ভীতি’। ‘আপনার ব্যবহার যেন আপনার সন্তানের কাছে ইতিবাচক আচরণের উদাহরণ হয়’। খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, মোবাইলে আসক্তিসহ নানা অপকর্ম থেকে নিজেদের দূরে রাখার জন্য শিশুদের উদ্বুদ্ধ করা হয়েছে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে।
রামু উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও জেলা ক্রীড়া অফিসের,কক্সবাজার সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, সুবীর বড়ুয়া বুলু, সুকুমার বড়ুয়া বুলু, সুপন বড়ুয়া শিপন, ওমর ফারুক মাসুম, সুফল বড়ুয়া আব্বু, নজরুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতার সার্বিক আয়োজনে ছিলো উপজেলা ক্রীড়া সংস্থা ও রামু ফুটবল ট্রেনিং সেন্টার।