মোখার প্রভাবে কক্সবাজার জেলার সব দ্বীপের মানুষের জীবন হুমকির সম্মুখীন বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
শুক্রবার (১২ মে) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, ইউরোপিয়ান ইউনিয়নের মডেল অনুসারে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের বেশিরভাগ অংশ কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৬০ থেকে ১৯০ কিলোমিটার।
কক্সবাজার জেলার সব দ্বীপের মানুষের জীবন হুমকির সম্মুখীন উল্লেখ করে তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপের সব মানুষকে হয় দ্বীপ থেকে সরাতে হবে, না হয় দ্বীপের সব বাণিজ্যিক হোটেল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করতে হবে। এর বাইরে অন্য কিছু ভাবার উপায় নাই, মানুষগুলোকে প্রাণে বাঁচাতে হবে।
সূত্র : ঢাকা পোস্ট