বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে নুরুল আবছার (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৩মে ২০২৩) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুরুল আবছার (৪৫) হারগাজা এলাকার বাসিন্দা মোঃ ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে বলেন, প্রতিদিনের মত শনিবার নুরুল আবছার বাড়ির পাশে ধান ক্ষেত পাহারা দিতে যায়। এক পর্যায়ে রাত ৭টার দিকে বন্যহাতির কবলে পড়ে পদপিষ্ট নুরুল আবছার। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেইখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে লাশ নিহতের বাড়িতে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, নিহত নুরুল আবছারের ওয়ারিশদের বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতি পূরণ দেয়া হবে।